Saturday 31 October 2015

Friday 30 October 2015

বিপিএলের তৃতীয় আসরকে সামনে রেখে ইতোমধ্যে দলের কোচ ও অধিনায়ক চ’ড়ান্ত করে ফেলেছে টুর্নামেন্টে অংশ নেয়া ছয় ফ্রাঞ্চাইজি। কোচের ক্ষেত্রে মাত্র দুইটি দল দেশি কোচের উপর আস্থা রাখলেও অধিনায়কের ক্ষেত্রে পাঁচটি দল দেশি খেলোয়াড়ের উপর আস্থা রেখেছে।
 এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। রংপুর রাইডার্স দলকে নেতৃত্ব দিবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর বরিশাল বুলস ও সিলেট সুপারস্টার্স দলের নেতৃত্ব দিবেন দুই ভায়রা যথাক্রমে মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। অন্যদিকে, চিটাগাং ভাইকিংসের অধিনায়কের দায়িত্ব ঘরের ছেলে তামিম ইকবালের উপরই দেয়া হয়েছে। শুধুমাত্র ঢাকা ডায়নামাইটস দলের অধিনায়কের দায়িত্ব বিদেশি খেলোয়াড়ের উপর দেয়া হয়েছে। শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা নেতৃত্ব দিবেন গত দুই আসরের এই চ্যাম্পিয়ন দলকে। এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাহউদ্দীন। আর সিলেট সুপারস্টার্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সারওয়ার ইমরান। এছাড়া ঢাকা ডায়নামাইটসের প্রধান কোচ হিসেবে থাকবেন দক্ষিণ আফ্রিকার মিকি আর্থার। অন্যদিকে, চিটাগাং ভাইকিংস দলে ভারতের রবিন সিং, বরিশাল বুলসে দক্ষিণ আফ্রিকার গ্রাহাম ফোর্ড ও রংপুর রাইডার্স দলে অস্ট্রেলিয়ার শেন জার্গেনসেন প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। এবারের টুর্নামেন্ট ২২ নভেম্বর শুরু হয়ে শেষ হবে আগামী ১৫ ডিসেম্বর। এর আগে ২০ নভেম্বর বলিউড তারকা হৃত্বি রোশন ও জ্যাকুলিন ফার্নান্দেজের অংশগ্রহণে জাঁকজমক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।





FLC-01 - EBC -01


GOOOOOOOOOOL............fLC